কুরআন-সুন্নাহর বাণী ও তার শিক্ষা মানুষের কাছে কি কি ভাবে পৌঁছায়

সহীহ্ বোধদয়ের স্বার্থে দায়িত্ব মনে করলে অনুগ্রহপূর্বক শেয়ার করুন:

আমিন ইবনে আব্বাস

মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছাবার কাজটি একাধিক ভাবে করা যেতে পারে। (১) টার্গেট ভিত্তিক পরিকল্পিত দাওয়াতি কাজঃ এ প্রচেষ্টায় পরিকল্পনা ভিত্তিক টার্গেট নিয়ে আশেপাশের মানুষকে, মুমিনদেরকে আল্লাহ সুবঃ ও রাসুলের সাঃ আনুগত্যে ফিরিয়ে আনার লক্ষ্যে যোগাযোগ করা হয়-যা একই ব্যক্তির জন্য মাসের পর মাস চলতে পারে। শ্রেষ্ঠ জীবন বিধান দ্বীন ইসলামের আদর্শগত প্রচার ও পরবর্তীতে সে ডাকে সাড়াদানকারীদেরকে দ্বীনের পথে শ্রম ও কুরবানি করার যোগ্যতা সম্পন্ন মর্দে মুমিন গড়াই এ প্রচেষ্টার লক্ষ্য। সময়ান্তে আল্লাহর সুবঃ সন্তুষ্টি অর্জনের কাজে অগ্রসর হতে আগ্রহী মুমিনদেরকে সংগঠনের দক্ষ জনশক্তি হিসেবে নিবেদিত প্রাণ করার কাজটি-দাওয়াত উত্তর পর্যায়ে যত্নের সাথে করা হয়। এভাবে পরিকল্পিত টার্গেট ভিত্তিতে দাওয়াতের কাজ প্রধানত ‘ওয়ান টু ওয়ান’ পর্যায়েই করা হয়। (২) যেহেতু পথভোলা মুমিনরা আল্লাহর সুবঃ সৃষ্টি সেহেতু তাদের সবার দ্বীনি নছিহত শোনার হক্ব আছে, জানতে পারলে তারাও জান্নাতী হবার চেষ্টা করবে এটাই স্বাভাবিক। এবং এ হক্বটা অমুসলিমদেরও আছে। কিন্তু সকল মুসলিমদের নিকট দ্বীনি নছিহতের বাণী পৌঁছানোর এ গুরু দায়িত্বটি ‘টার্গট ভিত্তিক’ দাওয়াতি কাজে আদৌ সম্ভব নয়। যাতে সবাই দ্বীনের প্রাথমিক দাওয়াত পাওয়া থেকে বাদ না পড়ে সে জন্য নিয়মিত হারে ‘ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি’ পর্যায়েও দাওয়াতের কাজ করা দরকার। এ কাজকে ইন্সপায়ার্ড (অনুপ্রেরণা মূলক) নছিহা বলা হয়ে থাকে যা () ‘ওয়ান টু ওয়ান’ পর্যায়ে ইনডিভিজুয়াল ইন্সপায়ার্ড নছিহা/Individual Inspired Nashiha: এ পর্যায়ে নির্দিষ্ট টার্গেট ছাড়াই, কোনো বাছ-বিচার না করে একজন সাথী নিজ এলাকার কখনও দুরের এলাকার একজন মুমিনকে তার ঈমানের দাবী পূরণে কাজ শুরু করতে উৎসাহিত করে। আবার দরকারে ফোন করেও এ কাজটি করা হয়। এ উভয় যোগাযোগে দরদ ও ভালবাসা দিয়ে যোগাযোগকারীকে দ্বীনের প্রাথমিক অনুশীলন করায় উদ্বুদ্ধ করা হয়। সময় হলে তাকে দ্বীনের প্রাথমিক হুকুম-আহকাম পালনের কাজ শুরু করায় উৎসাহ দেওয়া হয়। আস্তে আস্তে তাদের ঈমানি চেতনা জাগ্রত ও বেগবান করার এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ করে করে ময়দানি কর্মকান্ডে লিপ্ত করানোর চেষ্টা নেওয়া হয়। () ‘মেনি টু ওয়ান’ পর্যায়ে গ্রুপ ইন্সপায়ার্ড নছিহা/Group Inspired Nashiha: এ পর্যায়ে নির্দিষ্ট টার্গেট ছাড়াই একাধিক সাথী কোনো কাছের-দুরের এলাকার একজন মুমিনের সাথে যোগাযোগ করে। () ‘মেনি টু মেনি’ পর্যায়ে গ্রুপ ইন্সপায়ার্ড নছিহা/Group Inspired Nashiha: এ পর্যায়ে নির্দিষ্ট টার্গেট ছাড়াই একাধিক সাথী কোনো কাছের-দুরের এলাকায় গিয়ে ‘একত্রে একাধিক’ মুমিনকে দরদ ও ভালবাসা দিয়ে দ্বীনের প্রাথমিক অনুশীলনে আগ্রহী করার চেষ্টা করে। এ উভয় ক্ষেত্রে বই, লিফলেট, পরিচিতি, বক্তৃতা বা আলোচনার পেন ড্রাইভ বিতরণ করা হয়। () বৃহত্তর পরিসরে দাওয়াতি কাজ সমূহ ইসলামী বই-পুস্তক বিতরণ, ইসলামী পত্র-পত্রিকা প্রকাশ ও বিতরণ, কুরআন-হাদিসের ব্যাখ্যা নিয়ে লেখা বই বিতরণ, দারসুল কুরআন ও ওয়াজ মাহফিলের আয়োজন, তাফসীর মাহফিল, সেমিনার-সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমে করা হয়।