প্রাইভেসী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্মানিত সুধী, আপনার অবগতীর জন্য সংক্ষিপ্ত নিবেদন।

“আমিন ইবনে আব্বাস ডট ইনফু”

  • লক্ষ ও উদ্দেশ্য:  ইসলাম সম্পর্কে মুসলিমদের অপূর্ণাঙ্গ ও ভুল ধারণাকে চিহ্নিত করে কিছুটা হলেও সুধারণায় ফিরিয়ে আনা।
  • প্রাইভেসী পলিসি:
    আমরা দর্শকদের কোনো গোপন তথ্য সংরক্ষণ করি না।
    আমরা শুধুমাত্র আপনার ইমেল আইডি সঞ্চয় করি যা আপনি আমাদের সাথে শেয়ার করেন ইমেল সাবস্ক্রিবশন বক্সের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এবং আপনি যে কোনো সময় আমাদের ইমেল তালিকা থেকে সদস্যতা ত্যাগ করতে পারেন।
    স্প্যামিং থেকে বিরত থাকুন:
    প্রিয় দর্শক আপনি এখানে মন্তব্যে স্প্যাম করতে পারবেন না।
    ভিজিটররা কোথা থেকে আসছে এবং তারা কি পড়ছে সে সম্পর্কে নিজেদের শিক্ষিত করার জন্য আমরা ভিজিটর ডেটা সংগ্রহ করতে Google Analytics ব্যবহার করি। আমরা ডেটা বিক্রি করি না বা অন্য কারো সাথে শেয়ার করি না।
    আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
  • কপিরাইট:
    লেখক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
    “আসুন ডাকি দ্বীনের পথে” এই শিরোনামে সম্প্রচারিত ওয়েব সাইট aminibneabbas.info একটি ব্যক্তিগত প্রচার মাধ্যম। এখানে প্রচারিত সকল তথ্য, মতামত ও আর্টিকেল সমূহ লেখকের একান্ত ব্যক্তিগত অভিমত ও চিন্তা-গবেষনার ফল। সুতরাং কোন প্রকার ‘যোগ-বিয়োগ না করার শর্তে যে কোন ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান এ সাইটে প্রকাশিত সকল তথ্য কপি বা পুনঃপ্রকাশ কিংবা শেয়ার করতে পারবে ।
  • প্রাথমিক যোগাযোগ :
    এ ওয়েব সংস্করণে প্রকাশিত এবং প্রচারিত সকল তথ্য, মতামত ও উক্তি সম্পর্কে কোন প্রকার মন্তব্য, পরামর্শ কিংবা আরো জানার থাকলে নিচের ইমেইলে যোগাযোগের অনুরোধ রইলো- 
  • ruamin@hotmail.com