🕮 সুরা তওবা ১১১নং আয়াতে আল্লাহ বেহেস্ত কেনা-বেচার চুক্তি এভাবে উল্লেখ করেছেন “নিশ্চয়ই আমি মুমিনদের জীবন ও সম্পদ বেহেস্তের বিনিময়ে ক্রয় করেছি”। এবং এর পরের আয়াতে চুক্তির শর্ত বলা হয়েছে। আবার সুরা ছফের ১০নং আয়াতে এ সব শর্ত পালনে মুমিনরা যাতে গাফিলতি না করে তাদের আল্লাহর কাছে করা চুক্তিকে লাভজনক ব্যবসা হিসেবে তুলে ধরা হয়েছে। এবং এ কাজে রত থাকাকে জাহান্নাম মুক্তির শর্ত করতে এভাবে বলা হয়েছে: “হে ঈমানদারগন! আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো যা (সম্পাদন করলে) তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে”। এর পরে ব্যবসার একই শর্ত বলা হয়েছে। জাহান্নাম থেকে মুক্তির ও জান্নাত প্রাপ্তীর এ খবর সময় সময় মুমিনদের গোচরে আনতে হবে বৈকি। আপনি কি এ জন্য প্রস্তুত।
