🕮 সুরা আল ইমরানের ১০২নং আয়াতে আল্লাহ পাক বলেন “আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবেই ভয় কর। এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না”। এখানে বোঝানো হয়েছে, মুমিনরা যদি যথার্থ ভাবে আল্লাহকে ভয় করতে ব্যর্থ হয় তাহলে তাদের মুসলিম হবার দাবীতে মৌলিক ঘাটতি থাকায় হাশরের মাঠে তা আল্লাহর মাফি লাভ পাওয়াটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাই তাগিদ করা হয়েছে, ঈমানের দাবীদাররা যেন পূর্ণ মুসলিম হবার ঘাটতিগুলো পূরণ না করে মৃত্যর মুখে ঢলে না পড়ে। আর যেহেতু যে কোন সময় মৃত্যু হতে পারে সে জন্য কুরআন-সুন্নাহ থেকে জানতে হবে যথার্থ মুমিনের বৈশিষ্ট কি কি ওবং পূর্ণাঙ্গ মুমিনের মর্যাদা লাভে করণীয় কি কি? এ সব জানা নিজের জন্য যেমন প্রয়োজন, তেমনি অপর মুমিনের কাছে পৌঁছানোও প্রয়োজন বৈকি।
