🕮 সুরা আল ইমরানের ১১০নং আয়াতে বলা হয়েছে “তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে”। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ গোটা মানব সম্প্রদায়ের মধ্যে সবার উপরে স্থান দিয়েছেন। কিন্তু শুধু মুসলিমদেরকে এ মর্যাদা দেয়াটা কি আল্লাহর কোন ‘মুসলিম পক্ষপাতিত্ব’ (নাউজুবিল্লাহ)? না, তা নয়। মুসলিমরা সর্বোত্তম তাদের মুসলিম পদবীর জন্য নয় বরং তাদের উপর সৎকাজের আদেশ করা ও অন্যায় কাজে বাধা দেবার যে কঠিন দায়িত্ব, সে দায়িত্ব গ্রহন করে তা সম্পাদনের জন্য। তারা যদি এ দায়িত্ব পালন করে তবেই হয় সর্বোত্তম উম্মত আর তার অন্যথা করলে তারা মর্যাদা না হারিয়ে পারে কেমন করে? তাই মুমিনরা যদি অলসতার কারণে নিজ হাতে খায়রা উম্মতের মর্যাদা নষ্ট করাটা নিছক কোন ইচ্ছার ব্যাপার নয় বরং আল্লাহর দেয়া মর্যাদাকে কালিমালিপ্ত করার, আর্পিত দায়িত্ব পালন না করার দোষে দুষ্ট হওয়া। দুষ্ট হওয়া এ জন্য যে, চুপ থাকায় তার ঈমান পূর্ণ হয় না, পূর্ণ ঈমান হাশরে অর্জন করতে পারে তা অর্জনে অসমর্থ হয়। এবারে ভাবুন বিষয়টির ময়দানী বাস্তবায়ন কতটা গুরুত্বপূর্ণ এবং এ গুরুত্বপূর্ণ বিষয়টি অন্যের কাছে পৌঁছানোটাও হেলাফেলার ব্যাপার হতে পারে না।
