🕮 সুরা আনকাবুতের ২-৩নং আয়াত দু’টিতে আল্লাহ এমন এক মহাসত্যের কথা উল্লেখ করেছেন যা এড়িয়ে জান্নাত পাবার কোন সুযোগ নেই। এবং এ ব্যবস্থা আল্লাহ পূর্ববর্তী সকল নবীর উম্মতদের জন্য স্থায়ী বিধান হিসেবে নির্ধারণ করেছেন-যাকে ঈমানের পরীক্ষা বলা হয়েছে। ঈমানের পরীক্ষার সে স্থায়ী বিধানটি হচ্ছে ‘ঈমান ধারণের বিষয়টি কারো নিছক মুখের দাবী হতে পারে না’ বরং এ দাবী সত্য কিনা তা যাচাই করার জন্য কি কি অবস্থার (ক্ষুধা, ভয়-ভীতি, জান-মাল ও ফসলের ক্ষয়-ক্ষতি) অবতরণ করে আল্লাহ যাচাই করবেন তা সুরা বাকারার ১৫৫নং আয়াতে বলে দিয়েছেন। সুতরাং এটি পরিস্কার যে, আজ নফল করে বেহেস্ত পাবার যে ভুল ধারণায় মানুষ নিমজ্জিত, তা দুর করার জন্য আপনাকেইতো মানুষের কাছে গিয়ে ঈমানের পরীক্ষায় পাশ করার জন্য করণীয় তুলে ধরতে হবে। এবং তা এ জন্য যে, আপনি যাকে নিজের মুক্তির পথ মনে করেন অন্যকেও সে পথের খবর দেবেন।
